সীমান্ত সংঘর্ষের পর করাচির বন্দরগুলো থেকে আফগান ট্রানজিট ট্রেড স্থগিত করল পাকিস্তান

মুনা নিউজ ডেস্ক | ১৬ অক্টোবর ২০২৫ ১৫:৩৭

ফাইল ছবি ফাইল ছবি

আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা এবং সহিংস সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে পাকিস্তান করাচির বন্দরগুলো থেকে আফগান ট্রানজিট ট্রেডের আওতায় পণ্য পরিবহন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

ফেডারেল বোর্ড অফ রেভিনিউ (এফবিআর)-এর নির্দেশে বন্দর টার্মিনালগুলো ইতিমধ্যেই আফগান ট্রানজিট ট্রেডের জন্য যানবাহনে বোঝাই করা কনটেইনারগুলো নামানো শুরু করেছে।

এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয় করাচির কাস্টমস হাউসের ট্রানজিট ট্রেড সদর দপ্তরে আফগান ট্রানজিট ট্রেডের মহাপরিচালক (ডিজি)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে। দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেওয়া হলো।

গত সপ্তাহে আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর আত্মরক্ষামূলক পাল্টা আক্রমণের পর সংঘর্ষ শুরু হয়, যেখানে তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এবং আফগান তালেবানের সশস্ত্র সদস্যরা জড়িত ছিল। এই সংঘর্ষের সময় পাকিস্তান আফগান ভূখণ্ডে অবস্থিত তালেবান ঘাঁটি, পোস্ট, উগ্রপন্থিদের প্রশিক্ষণকেন্দ্র এবং সমর্থন নেটওয়ার্কের ওপর নির্ভুল হামলা ও অভিযান চালায়, যেখানে দুই শতাধিক আফগান তালেবান ও সহযোগী নিহত হয়েছে বলে দাবি করা হয়।

এ সপ্তাহেও নতুন করে লড়াই শুরু হলে পাকিস্তান আফগানিস্তানের কান্দাহার প্রদেশে গুরুত্বপূর্ণ তালেবান অবস্থানে নির্ভুল হামলা চালায়। তবে আফগান তালেবান সরকারের অনুরোধে গতকাল বুধবার উভয় পক্ষ ৪৮ ঘণ্টার একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা না নেওয়া, বিশেষ করে পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে।

কাস্টমস জেনারেল অর্ডার অনুযায়ী, আফগান ট্রানজিট ট্রেড অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, কারণ কোয়েটা ও পেশোয়ারের কাস্টমস স্টেশনগুলোতে অতিরিক্ত কনটেইনার রাখার মতো আর জায়গা নেই। সমস্ত টার্মিনালকে ইতিমধ্যেই বোঝাই করা কনটেইনারগুলো নামিয়ে ফেলতে, আফগান ট্রানজিট গেট পাস বাতিল করতে এবং পরিবহন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

করাচি বন্দর ও কাসিম বন্দরের সব টার্মিনাল আফগান ট্রানজিট ট্রেডের ক্লিয়ারেন্স কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কাস্টমস সূত্রে জানা গেছে, সাউথ এশিয়া পাকিস্তান টার্মিনাল-এ শত শত ট্রাকবোঝাই ট্রানজিট কনটেইনারের দীর্ঘ সারি পড়ে আছে এবং আরও বহু কনটেইনার কোয়েটা ও পেশোয়ারের পথে আটকে আছে। চালকেরা সীমান্ত পুনরায় খুলে দেওয়ার অপেক্ষায় রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: