মাঝ আকাশেই সংঘর্ষ দুই বিমানের, নিহত ২
                                    
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে দুই বিমানের দুই পাইলটই নিহত হয়েছেন।
রবিবার এক প্রতিবেদনে এ খবর জানায় রুশ সংবাদমাধ্যম আরটি।
এক বিবৃতিতে কলম্বিয়ান বিমানবাহিনী জানায়, শনিবার (১ জুলাই) দেশটির মধ্যাঞ্চলীয় এপিয়ে বিমান ঘাঁটির কাছে প্রশিক্ষণ চলাকালীন দুটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই বিমানগুলোতে আগুন লেগে মাটিতে আছড়ে পড়ে। এতে একজন পাইলট ও লেফটেনেন্ট কর্ণেল নিহত হন।
এ ঘটনায় নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিমানবাহিনী।
দুর্ঘটনা কবলিত বিমানগুলো ব্রাজিলের বিমান বাহিনীর তৈরি 'টি-টুয়েন্টি সেভেন টুকানো' মডেলের প্রশিক্ষণ বিমান বলে জানা গেছে। লাতিন আমেরিকার বেশিরভাগ দেশ প্রশিক্ষণের কাজে এ বিমান ব্যবহার করে আসছে।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: