ছবি : সংগৃহীত
গত মাসে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর বাড়তে থাকা উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তান এবং আফগান তালেবান সরকারের মধ্যে তৃতীয় দফার আলোচনা বৃহস্পতিবার ইস্তাম্বুলে শুরু হয়েছে।
ইস্তাম্বুলের এই বৈঠকটি পূর্ববর্তী পাঁচ দিনের আলোচনার পর অনুষ্ঠিত হচ্ছে, যা শেষ মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির জন্ম দিয়েছিল।
পাকিস্তান ও আফগান তালেবানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা ২৫ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছিল। কিন্তু আন্ত সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে ইসলামাবাদের উদ্বেগ নিরসনে তালেবান প্রতিনিধি দলের ‘অযৌক্তিক’ যুক্তি এবং অস্বীকৃতির কারণে আলোচনা ভেঙে যায় বলে দাবি করে পাকিস্তান।
তবে মধ্যস্থতাকারীরা পাকিস্তানকে আলোচনায় আরো একটি সুযোগ দেওয়ার জন্য রাজি করান, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখার একটি চুক্তি হয়েছিল।
পূর্ববর্তী দফা আলোচনার শেষে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, সব পক্ষ শান্তি বজায় রাখতে এবং কোনো লঙ্ঘনকারীকে শাস্তি দিতে একটি পর্যবেক্ষণ ও যাচাইকরণ ব্যবস্থা স্থাপন করতে সম্মত হয়েছে।
এর একদিন আগে পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবান প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি প্রতিনিধি দল রওনা হয়েছে।
তিনি আরো বলেন, ‘আঞ্চলিক শান্তির জন্য আফগানিস্তানের বিচক্ষণতার সঙ্গে কাজ করা উচিত... যদি অগ্রগতির কোনো সম্ভাবনা না থাকে, তবে এটি কেবলই সময়ের অপচয়।'
আপনার মূল্যবান মতামত দিন: