সংগৃহীত ছবি
                                    বাংলাদেশের বিরুদ্ধে একটা বৈশ্বিক ক্যাম্পেইন চলছে বলেও অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে
কোনও ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বাংলাদেশে চলবে না, কেউ চেষ্টা করলে তা বরদাশত করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। 
বাংলাদেশ বিষয়ে অপপ্রচার ইস্যুতে ২ ডিসেম্বর, সোমবার বিদেশি কূটনৈতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিফ্রিং শেষে উপদেষ্টা এ অভিযোগ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যমের একাংশ, সেটি পরিষ্কার করতে বিদেশি কূটনীতিকদের প্রকৃত পরিস্থিতি জানানো হলো আজ।
ধর্মীয় পরিচয়ের কারণে এ দেশে কেউ কোনও আক্রমণের শিকার হবে না, সেটি নিশ্চিত করেছে সরকার, আর তা করা হবে — ব্রিফিংয়ে কূটনীতিকদের তা জানানো হয় বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বৃটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে প্রতিবেদন দিয়েছে, সেটি একপেশে। এ নিয়ে লন্ডনের সাথে কথা বলবে ঢাকা।
কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন তৌহিদ হোসেন। জানিয়েছেন, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।
ঢাকা -দিল্লি সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের আগের ও পরের সরকারে পার্থক্য আছে। এটার সাথে অভিযোজনে কোনও দেশের সময় লাগতে পারে।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: