মধ্য জুলাইয়ের মধ্যে প্রণীত হতে পারে 'জাতীয় সনদ': ঐকমত্য কমিশন

মুনা নিউজ ডেস্ক | ২ জুলাই ২০২৫ ১৬:২০

ফাইল ছবি ফাইল ছবি

সবার সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে ‘জাতীয় সনদ’ প্রণয়নের প্রত্যাশা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের আলোচনার শুরুতে এ প্রত্যাশার কথা জানান তিনি।

জাতীয় সনদ প্রসঙ্গে আলী রীয়াজ আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারব।’ তিনি বলেন, ‘এক বছর আগে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম। আজ এক বছর পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য একতাবদ্ধ হয়ে আলোচনা করছি।’

আলী রীয়াজ বলেন, ‘রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করতে আমরা সমবেত হয়েছি। যে রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়। আর যেন কেউ গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়।’

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনকে জনগণের সাফল্য উল্লেখ করে কমিশনের সহসভাপতি আরো বলেন, ‘এ সাফল্যকে সুরক্ষিত করতে হবে। সংস্কারের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে এই সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ২৯টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

রাজনৈতিক দলগুলোর সাথে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এবং উচ্চ কক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আলোচনা শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: