
হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ
দিলাম তোমার চরন তলে হৃদয়-জায়নামাজ ।।
আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর
(তব) চরন ছোয়ায় এই পাপিরে কর সরফরাজ।।
তোমার অজুর পানি মোছ আমার পিরান দিয়ে
আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে।
যে শয়তানের ফন্দিতে ভাই
খোদায় ডাকার সময় না পাই
সেই শয়তান যাক দুরে
শুনে তকবীরের আওয়াজ।।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: