মুনা ইয়ুথ ইস্ট জোন ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ সম্পন্ন

মুনা সাংগঠনিক ডেস্ক | ৫ মে ২০২৫ ২৩:০৮

মুনা ইয়ুথের ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। ছবি : মুনা মুনা ইয়ুথের ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ইয়ুথ ইস্ট জোন কর্তৃক আয়োজিত ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে মুনা সেন্টার অফ সাউথ জার্সিতে। গত ২৬ এপ্রিল শনিবার অনুষ্ঠিত এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন নিউ জার্সি নর্থ,ডেলাওয়্যার, ভার্জিনিয়া, বোস্টন এবং কনেকটিকাট থেকে আমন্ত্রিত ডেলিগেটরা।

অনুপ্রেরণাদায়ক মুক্ত আলোচনা, দাওয়াহর গুরুত্ব বিষয়ক গ্রুপ ডিসকাশন, পবিত্র কুরআনের নির্বাচিত আয়াতের তিলাওয়াত, দারস ও নবী করিম ﷺ–এর সীরাত আলোচনার বিভিন্ন সেশনের সমম্বয়ে ওয়ার্কশপটি পরিচালিত হয়।

ওয়ার্কশপের প্রাণবন্ত উপস্থিতি

অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুনা’র সাবেক ন্যাশনাল ইয়ুথ ডিরেক্টর ব্রাদার আকিব আজাদ, মুনা ইস্ট জোন ইয়ুথ ডিরেক্টর ব্রাদার ফয়সাল আজাদ এবং ইস্ট জোন অ্যাসিস্ট্যান্ট ইয়ুথ ডিরেক্টর ব্রাদার আদিল আব্দুল্লাহ।

অতিথিবৃন্দের ডিসকাশন সেশন

তাঁদের উপস্থিতি ও দিকনির্দেশনামূলক আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে ওয়ার্কশপটি।

ভাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওয়ার্কশপ শেষে সবাই সম্মিলিত ভোজে অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: