মুনা ইয়ুথ ইস্ট জোন ক্যাম্প ২০২৫: ভ্রাতৃত্ব ও ইসলামি শিক্ষায় এক অনন্য মিলনমেলা

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ ১২:২৬

ক্যাম্পের এক ঝলক। ছবি : মুনা ক্যাম্পের এক ঝলক। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ইয়ুথ ইস্ট জোনের চার দিনব্যাপী ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেলো ডেলাওয়ারের ক্যাপ হেনলোপেন স্টেট পার্কে। অত্যন্ত সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজিত ক্যাম্পটি অংশগ্রহণকারী তরুণদের জন্য এক শিক্ষনীয় ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

নিউ জার্সি (নর্থ ও সাউথ), ভার্জিনিয়া, ডেলাওয়ার ও কানেক্টিকাট -এর বিভিন্ন প্রান্ত থেকে আগত ইয়ং ব্রাদারদের উপস্থিতিতে এই ক্যাম্প ছিল সত্যিকার অর্থেই একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম।

সম্মানিত প্রধান অতিথি ও উপস্থিতি

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুপ্রেরণা যুগিয়েছেন মুনা'র সাবেক ন্যাশনাল ইয়ুথ ডিরেক্টর উস্তাদ আবু সামিহা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুনা ন্যাশনাল ইয়ুথ ডিরেক্টর ব্রাদার রেদওয়ান হোসাইন ফয়সাল, মুনা ইস্ট জোনের সাবেক ইয়ুথ ডিরেক্টর ব্রাদার আকিব আজাদ, বর্তমান ইস্ট জোন ইয়ুথ ডিরেক্টর ব্রাদার মাহমুদুল হাসান, ইস্ট জোন সহকারী ইয়ুথ ডিরেক্টর ব্রাদার ফয়সাল আজাদ ও ব্রাদার আদিল আব্দুল্লাহ। তাঁদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা ক্যাম্পকে আরও অর্থবহ করে তুলেছে।

ক্যাম্পের খণ্ডচিত্র

ক্যাম্পে ইসলামিক আলোচনা ছাড়াও ছিল মজাদার খাবার ও বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি, যেমন- সৈকতে ফজরের সালাত আদায়ের পর সূর্যোদয়ের দৃশ্য, গো-কার্টিং, সুইমিং, ভলিবল, টাগ অব ওয়ার এবং আরও অনেক কিছু।

চার দিনব্যাপী এই ক্যাম্পটি ছিল মহান আল্লাহর স্মরণে ইসলাম ও ভ্রাতৃত্বের এক অপূর্ব মিলনমেলা- তরুণরা যেখানে একত্রিত হয়ে গড়ে তুলেছে এক উম্মাহর বন্ধন।

 

 

আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট



আপনার মূল্যবান মতামত দিন: