১৯ জন ডাচ নওমুসলিমকে অভিনন্দন জানালো তুরস্ক : সংগৃহীত ছবি
                                    তুরস্কে সফরে আসা ১৯ জন ডাচ নওমুসলিমকে অভিনন্দন জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক বিভাগ। স্থানীয় সময় ১১ নভেম্বর শনিবার তুর্কি ধর্ম বিষয়ক বিভাগের প্রধান ড. আলি আরবাশ তাদের অভিনন্দন জানান।
এ বিষয়ে এক বিবৃতিতে বিভাগটি জানায়, ১৯ জন ডাচ নাগরিক ইসলাম গ্রহণের পর তুরস্কে সফরে এসেছেন।
সেখানে আরো জানানো হয়, কোনিয়া পৌরসভা ও তুর্কি ধর্ম বিষয়ক বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ তাদের একটি প্রকল্পের অধীনে ডাচ নওমুসলিমদের তুরস্কে আমন্ত্রণ জানায়।
তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত তুর্কি ধর্ম বিষয়ক বিভাগের প্রধান কার্যালয়ে ডাচ নওমুসলিমদের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ড. আলি আরবাশ।
এ প্রসঙ্গে তিনি বলেন, তাদের সাথে সাক্ষাৎ করতে পেরে আমি সৌভাগ্যবান। আসলে আমরা যে নেয়ামত প্রাপ্ত হয়েছি, তার মধ্যে ইসলাম সবচেয়ে বড়।
সূত্র জানায়, ১৯ জন নওমুসলিমের এই কাফেলাটি এক সপ্তাহের জন্য তুরস্কে সফরে এসেছে। এ সময়ের মধ্যে তারা ইসলামী বিভিন্ন দরস ও সভা-সমাবেশে অংশ নেবে।
সূত্র : আনাদোলু এজেন্সি ও ইয়েনি শাফাক
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: