কুয়েতের সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহ আল-সাবাহ : সংগৃহীত ছবি
                                    
কুয়েতের সর্বোচ্চ আদালত রবিবার দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহ আল-সাবাহকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে সামরিক তহবিল অপব্যবহারের অভিযোগ ছিল।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-সাবাহও একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। তাকে আদালত অপব্যবহার করা তহবিল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। অবশ্য দুজনই তাদের অভিযোগ অস্বীকার করেছেন।
শেখ জাবের ২০১১ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু আইন প্রণেতারা শেখ খালিদের বিরুদ্ধে অনাস্থা ভোট চাইলে তিনি ২০১৯ সালে তার পদ থেকে পদত্যাগ করেন। খালিদ সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবাহ আল-আহমেদ সরকারের পদত্যাগের দুই দিন পর একটি বিবৃতি জারি করে বলেছিলেন, তিনি দায়িত্ব গ্রহণের আগে সামরিক তহবিলে প্রায় ২৪০ মিলিয়ন দিনারের অব্যবস্থাপনা এড়াতে মন্ত্রিসভা সরে দাঁড়িয়েছে।
শেখ জাবের ও শেখ খালিদ ২০২২ সালের মার্চ মাসে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন। কিন্তু কুয়েত প্রসিকিউশনের আপিলের ভিত্তিতে মামলাটি পুনরুজ্জীবিত হয়েছিল।
সূত্র : রয়টার্স
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: