ইন্দোনেশিয়ার নতুন রাজধানীতে প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন : সংগৃহীত ছবি
                                    ইন্দোনেশিয়ার নব নির্মীয়মাণ রাজধানী শহর নুসানতারায় প্রথম মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ৬২ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। বৃহত্তম ডাক পরিষেবা সংস্থা পোস ইন্দোনেশিয়া শাখা এবং রাষ্ট্রীয় রেডিওর স্টুডিও ভবন উদ্বোধন করেন তিনি। এ সময় ধর্মবিষয়ক মন্ত্রী ইয়াকুত খলিল কোমাস, গণপূর্তমন্ত্রী বাসুকি হাদিমুলজোনো, আইকেএন কর্তৃপক্ষের প্রধান বামবাং সুসান্তোসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাভা দ্বীপের জাকার্তাকে বোর্নিও দ্বীপের নুসানতারায় স্থানান্তর করা হচ্ছে। ৩২ বিলিয়ন ইউএস ডলারের মেগাপ্রকল্পের শহরটির নির্মাণকাজ ২০৪৫ সালে সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জোকো উইদোদো বলেন, ‘বহৎ এই মসজিদ নির্মাণে প্রায় ৯৪০ বিলিয়ন রুপিয়াহ (৬২ মিলিয়ন ডলার) ব্যয় হবে। ২০১৪ সালের মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন হতে পারে। আমি বিশ্বাস করি, মসজিদটি ইন্দোনেশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে এবং ধর্মীয় অনুশাসন পালনে বিশেষ ভূমিকা রাখবে। আশা করি, মসজিদটি বিশ্বের অন্য মসজিদের জন্য অনন্য উদাহরণ হয়ে উঠবে।’ মসজিদ ছাড়াও সেখানে গির্জা ও ক্যাথিড্রালের পাশাপাশি বৌদ্ধ, হিন্দু ও চায়নিজদের জন্য উপাসনালয় স্থাপন করা হবে বলে জানান তিনি।
ইন্দোনেশিয়ার নুসানতারার রাজপ্রাসাদ, মসজিদসহ বিভিন্ন স্থাপনার নকশা করেন দেশটির বিখ্যাত ভিজ্যুয়াল শিল্পী নিওমান নুয়ার্তা। প্রাথমিকভাবে এ মসজিদে ৬১ হাজার ৩৯২ জন একসঙ্গে নামাজ পড়তে পারবেন।
২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো নতুন রাজধানী শহর উদ্বোধন করেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বা চূড়ান্ত মেয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো উদ্বোধন করছেন তিনি। আগামী ১৪ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দেশটির ২০ কোটিরও বেশি মানুষ অংশ নেবে।
সূত্র : আরব নিউজ
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: