সংগৃহীত ছবি
                                    
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘আমরা আমাদের অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দেব না। আমাদের দেশগুলোকে যে বছরের পর বছর দ্বন্দ্ব সংঘাতের শিকার ছিল। যথেষ্ট হয়েছে, আর নয়।’
আরব লীগের ৩২তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার একথা বলেন তিনি। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় আজ শুক্রবার এই সম্মেলন শুরু হয়েছে সম্মেলনে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় শুক্রবার এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে তিনি আরও বলেন, “ফিলিস্তিন ইস্যুটি আরব ও মুসলিম বিশ্বের প্রধান এবং কেন্দ্রীয় সমস্যা।”
ফিলিস্তিন ইস্যু সৌদি আরবের পরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচ্য বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিন সংকট সমাধানের উপায় খুঁজে বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে বলে বিন সালমান দৃঢ় প্রত্যয় ব্যকত করেন।
এদিন মোহাম্মদ বিন সালমান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আরব লীগে স্বাগত জানিয়ে বলেন, এক দশক ধরে যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে অবরুদ্ধ অবস্থা থেকে ফেরানো হয়েছে।
সূত্র : পার্সটুডে ও গালফ নিউজ।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: