সংগৃহীত ছবি
                                    পশ্চিম আফগানিস্তানের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। ২৯ এপ্রিল, সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির হেরাত প্রদেশের গুজারা জেলায় এ ঘটনা ঘটে। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মতিন কানি এসব তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল মতিন কানি বলেছেন, ‘গতকাল সোমবার রাত ৯টার দিকে হেরাত প্রদেশের গুজারা জেলায় এ ঘটনা ঘটে। একজন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি একটি মসজিদে প্রবেশ করেন এবং সেখানে উপস্থিত মুসল্লিদের ওপর গুলি চালালে ছয়জন নিহত হন।’
আব্দুল মতিন কানি মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স-এ লিখেছেন, ‘ছয় বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন এবং একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।’
রাষ্ট্র নিয়ন্ত্রিত বাখতার নিউজ এজেন্সি হামলায় একই সংখ্যক মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে। এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
বিশ্লেষকরা বলছেন, আইএসআইএসের আঞ্চলিক শাখাটি আফগানিস্তানের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি।
সূত্র : এএফপি
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: