সংগৃহীত ছবি
                                    ৭ অক্টোবর সোমবার গাজা যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে। গত ১ বছরে ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আর এই সময়ে ফিলিস্তিনের প্রতি কেবল সংহতির বিবৃতিই দিয়ে দায় সেরেছে বেশিরভাগ দেশ। কার্যকর কোনো পদক্ষেপ নেননি মুসলিম শাসকরা। যা নিয়ে এবার প্রত্যেক মুসলামকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামী পণ্ডিত মুফতি তাকি উসমানি।
সোমবার করাচিতে জাতীয় প্যালেস্টাইন সম্মেলনে ফিলিস্তিনিদের নিয়ে তার চিন্তার কথা তুলে ধরে বলেন, ‘মুসলিম শাসকরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে। অথচ পুরো জাতি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়েছে। কারণ ফিলিস্তিনিদের যে কোনো স্তরে সাহায্য করার দায়িত্ব প্রত্যেক মুসলমানের ওপরই বর্তায়।’
ফিলিস্তিনিদের প্রতি কেবল সংহতি না জানিয়ে জরুরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলেও মনে করেন এই ইসলামিক চিন্তাবিদ। তার মতে, ‘ইসরাইলকে নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতার উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রকৃত দায়িত্ব ইসলামী শাসকদের উপর বর্তায়। শুধু সংহতির বিবৃতি না দিয়ে তাদের উচিত বাস্তবিকভাবে জরুরী পদক্ষেপ গ্রহণ করা।’
তিনি আরো বলেন, ‘ইসরাইল হামাসকে শেষ করতে এসেছিল, কিন্তু এখন বিশ্বের সামনে বিব্রতকর অবস্থায় পড়েছে তারা।’ ফিলিস্তিন পরিস্থিতির পরিবর্তন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: