সংগৃহীত ছবি
সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল আবারো আগ্রাসন চালিয়েছে। এতে সিরিয়ার একজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরাইলি সেনারা দামেস্ক লক্ষ্য করে এই আগ্রাসন চালায়।
একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সানার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় সিরিয়ার একজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র জানায়, ইহুদিবাদী ইসরাইল হামলার জন্য যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার বেশ কয়েকটি ভূপাতিত করা সম্ভব হয়েছে।
১৯৬৭ সালের যুদ্ধের সময় ইহুদিবাদী সেনারা সিরিয়ার গোলান মালভূমির একটি বড় অংশ দখল করে নেয় এবং এখনো সেটি তারা নিজেদের দখলে রেখেছে। তবে আমেরিকা ছাড়া বিশ্বের আর কোনো দেশ গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।
এই গোলান মালভূমিকেই ইসরাইল সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালানোর লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে আসছে।
সূত্র : পার্সটুডে
আপনার মূল্যবান মতামত দিন: