ফাইল ছবি
                                    বিদেশিদের জন্য সৌদি আরবের মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন আইন প্রণয়ন করছে দেশটির সরকার। ইসলামের এই দু'টি পবিত্র শহরে এখন থেকে বিনিয়োগ করতে পারবেন বিদেশিরা। সোমবার (২৭ জানুয়ারি) এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও মিডল ইস্ট নিউজ।
দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটির বরাতে প্রতিবেদনে জানানো হয়, এখন থেকে বিদেশিদের শেয়ার কেনার সুযোগ দেওয়া হবে। প্রকল্পে ব্যবহারের জন্য যন্ত্রপাতি আনা এবং পবিত্র শহর দুটিতে সরকারি ও বেসরকারি ফার্মে অর্থ বিনিয়োগ করতে পারবেন বিদেশিরা।
হজ ও ওমরার জন্য এই শহর দুটি মুসলিমদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এতদিন এখানে কোনো বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালাতে পারেনি। তবে তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়া সৌদি আরব আর্থিকভাবে আরও লাভবান হতে চাচ্ছে। তাই মক্কা ও মদিনাতে বিদেশিদের নিয়ে এমন সিদ্ধান্ত।
ক্যাপিটাল মার্কেট অথরিটি চাচ্ছে, তাদের প্রবৃদ্ধি আরও বাড়িয়ে নিতে। তবে সৌদি নাগরিক নন এমন বিদেশিদের ব্যবসা করতেও কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে। অথরিটি যাচাই-বাছাই করে বিনিযোগ প্রতিষ্ঠান ঠিক করবে। তবে কোনো বিদেশি প্রতিষ্ঠান বা সংস্থা চাইলেও ৪৯ শতাংশ শেয়ারের বেশি কিনতে পারবে না।
এরআগে, সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল্লাহ আলহাম্মাদ জানিয়েছিলেন, বিদেশিদের সম্পত্তি কেনার বিষয়ে একটি নতুন আইন পর্যালোচনা করা হচ্ছে। সেটি হলে মক্কা, মদিনাসহ দেশটির যেকোনো এলাকায় সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা। নতুন আইনে সৌদি নাগরিক নয় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান আবাসিক ও বাণিজ্যিক এলাকায় সম্পত্তি কিনতে পারবেন।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: