আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন আফগান জ্বালানি মন্ত্রী

মুনা নিউজ ডেস্ক | ১৩ মে ২০২৫ ২২:৩৮

ছবি : ইন্টারনেট থেকে ছবি : ইন্টারনেট থেকে

পঞ্চম আন্তর্জাতিক জ্বালানি সম্মেলনে অংশ নিতে তাশখন্দ পৌঁছেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের একটি প্রতিনিধি দল। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের প্রতিপাদ্য বিষয় “টেকসই শক্তির জন্য আঞ্চলিক সহযোগিতা।” প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রী মাওলানা আবদুল লতিফ মনসুর।

আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আফগান প্রতিনিধি দলের এই সম্মেলনে অংশগ্রহণ উজবেকিস্তানের সঙ্গে পানি ও শক্তি প্রকল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, শক্তি সম্পদ ব্যবস্থাপনায় আঞ্চলিক দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো এবং আফগানিস্তানের শক্তি খাতে বিদেশি বিনিয়োগ সহজতর করবে বলে আশা করা হচ্ছে।

এই সম্মেলনের লক্ষ্য হলো শক্তি খাতে আঞ্চলিক সহযোগিতার কৌশল নিয়ে আলোচনা, একটি শক্তিশালী শক্তি বাজার প্রতিষ্ঠা এবং আরও পরিবেশবান্ধব অর্থনীতির দিকে রূপান্তরের পথ সুগম করা।

উল্লেখ্য, এই সম্মেলনে উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া এবং অন্যান্য আঞ্চলিক দেশের প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা যেমন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন।



আপনার মূল্যবান মতামত দিন: