ভার্চুয়াল চিকিৎসা সেবার এআই ক্লিনিক চালু করলো সৌদি আরব

মুনা নিউজ ডেস্ক | ১৮ মে ২০২৫ ১৯:৫৮

ফাইল ছবি ফাইল ছবি

সৌদি আরব বিশ্বে প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত একটি ক্লিনিক চালু করেছে, যা ভবিষ্যতের স্বাস্থ্যসেবার সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করতে পারে।

এই ক্লিনিকটি এপ্রিলে চালু হয়েছে। এটি চীনের সাংহাই-ভিত্তিক মেডিকেল টেকনোলজি কোম্পানি সিনি এআই এবং স্থানীয় আলমুসা হেলথ গ্রুপের যৌথ উদ্যোগে তৈরি।

পূর্বাঞ্চলীয় আল আহসা অঞ্চলে অবস্থিত এই পরীক্ষামূলক প্রকল্পে ডা. হুয়া নামের একটি এআইচালিত ভার্চুয়াল ডাক্তার রয়েছে, যা ইন্টারঅ্যাকটিভ পরামর্শের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রোগ নির্ণয় ও চিকিৎসার পরামর্শ দিতে সক্ষম।

রোগীরা একটি ট্যাবলেটে তাদের উপসর্গ বর্ণনা করবেন। যেখানে ডা. হুয়া মানবকর্মীদের সহায়তায় প্রশ্ন করে এবং ডায়াগনস্টিক তথ্য বিশ্লেষণ করবে।

যদিও এআই নিজে থেকেই চিকিৎসা পরিকল্পনা তৈরি করে। তবে প্রতিটি পরিকল্পনা একজন লাইসেন্সপ্রাপ্ত মানব ডাক্তারের দ্বারা পর্যালোচনা ও অনুমোদিত হয়। এই হাইব্রিড মডেলটি এআই’র দক্ষতা এবং মানুষের তত্ত্বাবধানের নিরাপত্তা ও নির্ভুলতা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে।

সিনি এআই’র সিইও ঝাং শাওডিয়ান বলেন, এআই এতদিন ডাক্তারদের সহায়তা করেছে, কিন্তু এখন আমরা সেই চূড়ান্ত ধাপে পৌঁছেছি। যেখানে এআই সরাসরি রোগ নির্ণয় ও চিকিৎসা করতে পারছে। তিনি আরও জানান, অভ্যন্তরীণ পরীক্ষায় তাদের প্রযুক্তির ভুলের হার শূন্য দশমিক তিন শতাংশের নিচে, যা উচ্চ নির্ভরযোগ্যতা নির্দেশ করে।

বর্তমানে ড. হুয়ার সেবা শুধু রেসপিরেটরি (শ্বাস-প্রশ্বাসজনিত) রোগ-এর মধ্যে সীমাবদ্ধ, যেমন অ্যাজমা ও ফ্যারিঞ্জাইটিসসহ প্রায় ৩০টি রোগ অন্তর্ভুক্ত। আগামী এক বছরের মধ্যে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে। যার মধ্যে থাকবে শ্বাস-প্রশ্বাস, পরিপাকতন্ত্র ও চর্মরোগ সম্পর্কিত সমস্যাগুলো।

এই কোম্পানি সৌদি আরবের অন্যান্য হাসপাতালেও আরও এআই ক্লিনিক চালু করার পরিকল্পনা করছে, যা বৃহত্তর অঞ্চলে সম্প্রসারণের অংশ।

পরীক্ষামূলক পর্যায়ে ক্লিনিকের সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে, এবং এই সময়ে সংগৃহীত ডায়াগনস্টিক তথ্য সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদনের জন্য ব্যবহার করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: