ফাইল ছবি
                                    এই বছরের হজ মৌসুমে সৌদি আরবে নিরাপত্তা ও উদ্ধারকাজে প্রযুক্তিগত এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো ‘ফ্যালকন’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফায়ারফাইটিং ড্রোন মোতায়েন করা হচ্ছে, যা উচ্চতা ও দুর্গম স্থানে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ব্যবহৃত হবে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
রোববার সৌদি সিভিল ডিফেন্সের মহাপরিচালক মেজর জেনারেল হামুদ বিন সুলায়মান আল-ফারাজ এই তথ্য নিশ্চিত করেন। সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে রিপোর্টে জানানো হয়েছে, ড্রোনটির প্রযুক্তিগত ক্ষমতা হজের সময় বিশাল জনসমাগমের নিরাপত্তা নিশ্চিতে এক যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
ফ্যালকন ড্রোনের বৈশিষ্ট্য: এর অপারেশনাল সময়- একটানা ১২ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রোন। প্রায় ৪০ কিলোগ্রাম ওজন বহনে সক্ষম। তাপমাত্রা নির্ণায়ক ক্যামেরার মাধ্যমে আগুনের উৎস শনাক্ত করতে পারে। রিয়েল টাইম ভিডিও সরাসরি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে মনিটরিং করা যায়। এটা ব্যবহার উপযোগী স্থানের মধ্যে আছে বহুতল ভবন, শিল্প এলাকা, বিপজ্জনক রাসায়নিক সংরক্ষিত স্থান, ঘনবসতিপূর্ণ এলাকা ও বনভূমি। এই ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো- দ্রুত সাড়া দেয়, উদ্ধারকর্মীদের জীবনের ঝুঁকি কমায় এবং রিয়েল টাইম চিত্রের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি করে।
হজের নিরাপত্তা ব্যবস্থাপনার প্রেস কনফারেন্সে আল-ফারাজ আরও জানান, পূর্ব প্রস্তুতি হিসেবে হজযাত্রীদের আবাসস্থলগুলোতে আগাম পরিদর্শন, নিয়মিত নিরাপত্তা টহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথ মহড়া পরিচালনা করা হয়েছে। এ সব ব্যবস্থা নেওয়া হয়েছে জরুরি পরিস্থিতিতে সমন্বিত সাড়া দেওয়ার জন্য।
হজের সময়ে জরুরি অবস্থায় তাৎক্ষণিক হস্তক্ষেপ করতে ২৪ ঘণ্টা মোতায়েন থাকবে বিশেষ ইন্টারভেনশন টিম। এদিকে, পাবলিক সিকিউরিটির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল-বাসসামি জানান, এ পর্যন্ত ২,৬৯,৬৭৮ জন অঅনুমোদিত ব্যক্তি মক্কায় প্রবেশের সময় আটক হয়েছেন। ২৫২টি ভুয়া হজ ক্যাম্পেইন ধরা হয়েছে। হজ বিধি ভঙ্গের জন্য গ্রেপ্তার করা হয়েছে ১,২৩৯ জন পরিবহন সেবাকারীকে। ১,০৯,৬৩২টি যানবাহন নিয়ম লঙ্ঘনের জন্য ফিরিয়ে দেয়া হয়েছে। তিনি হজে অংশগ্রহণকারীদের সতর্ক করে বলেন, শুধু অনুমতিপ্রাপ্ত হজযাত্রীদেরই মক্কায় প্রবেশের অনুমতি রয়েছে।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: