ফাইল ছবি
                                    আগামী ২৫ বছরের পবিত্র হজের পঞ্জিকা প্রকাশ করেছে সৌদি আরব। সামনের বছর থেকে পবিত্র হজ ধীরে ধীরে বসন্ত, শীত ও শরতের মতো তুলনামূলক ঠান্ডা মৌসুমে চলে আসবে। এতে করে সহনীয় আবহাওয়ায় পবিত্র হজ পালন করতে পারবেন হাজিরা। ২০৫০ সাল পর্যন্ত গ্রীষ্মের তাপে পবিত্র হজ করতে হবে না তাদের। 
দেশটির ন্যাশনাল সেন্টার ফর মিটিওরলজির মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, এ বছরই শেষ হচ্ছে গ্রীষ্মের পবিত্র হজ। খবর গালফ নিউজের 
কাহতানি জানান, আগামী আট বছরের পবিত্র হজ পড়বে বসন্ত মৌসুমে, পরের আট বছর শীতকালে, এর পরের আট বছর শরতে। ২৫ বছর পর আবারও গ্রীষ্মকালে পড়বে পবিত্র হজ।
চন্দ্রবর্ষের হিসেবে এই পঞ্জিকা প্রস্তুত করা হয়েছে। এ কারণে বিভিন্ন মৌসুমে হজ করতে পারবেন হাজিরা, বলেন মুখপাত্র।
হিজরি পঞ্জিকা এবং বিশ্বব্যাপী প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মাঝে ১১দিনের তফাৎ রয়েছে। এ কারণে প্রতি বছর কিছু দিন এগিয়ে আসে পবিত্র হজের সময়সীমা।
পঞ্জিকা অনুযায়ী আগামী ২৫ বছরের হজের সময়-
২০২৬-২০৩৩: বসন্তকাল (মে-মার্চ)
২০৩৪-২০৪১: শীতকাল (ফেব্রুয়ার-জানুয়ারি, ডিসেম্বরের শেষার্ধ)
২০৪২-২০৪৯: শরৎকাল (নভেম্বর-সেপ্টেম্বর)
২০৫০: আবারও গ্রীষ্মকালে ফিরবে হজ
সময়ের এই পরিবর্তনে হাজিদের জন্য পবিত্র হজ পালন সহজ হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যাদের বয়স বেশি বা শারীরিক সমস্যা রয়েছে, তাদের জন্য গ্রীষ্ম বাদে অন্য সময়ে পবিত্র হজ পালন স্বস্তির হবে। এছাড়া ভিড় সামলানো, রসদ সরবরাহ এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও স্বস্তি আসবে।
                                    
                                    এই বিভাগের অন্যান্য খবর
                                                                        
                                                                                    
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                        
                                                                    
                            
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: