
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সোমবার (৭ জুলাই) ফিলিস্তিনি অঞ্চলে ১০ হাজার টন চাল পাঠানোর ঘোষণা দিয়েছেন। তবে কোন অঞ্চলে চাল পাঠানো হবে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি।
ইন্দোনেশিয়ার কৃষিমন্ত্রী আন্দি ইমরান সুলাইমান জাকার্তায় ফিলিস্তিনি প্রতিপক্ষ রিজক সালিমিয়ের সাথে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। ইন্দোনেশিয়ান সংবাদ সংস্থা কৃষিমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, "প্রেসিডেন্ট ফিলিস্তিনে সাহায্য হিসেবে ১০ হাজার টন চাল সরবরাহের জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন।"
সুলাইমান আরো জানান, অনুদানের চাল প্রস্তুত এবং বিতরণ শুরু করার জন্য তারা ফিলিস্তিনি দূতাবাসের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, ইন্দোনেশিয়া এবং ফিলিস্তিনের সরকার কৃষিক্ষেত্রে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
সুলাইমান আরও উল্লেখ করেন যে, ফিলিস্তিনের একটি প্রতিনিধিদল প্রয়োজনীয় কৃষি অবকাঠামোর প্রস্তুতি পর্যালোচনা করার জন্য সুমাত্রা এবং কালিমান্তান সফরে যাওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনের মন্ত্রী বশির-সালিমিয়া, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের অটল সমর্থনের জন্য ইন্দোনেশিয়ান সরকার এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন যে ফিলিস্তিন এবং ইন্দোনেশিয়া কৃষি সহযোগিতার অগ্রগতির জন্য একটি কৃষি প্রযুক্তিগত কমিটি প্রতিষ্ঠা করবে। কমিটি জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, বিনিয়োগ প্রচারমূলক কার্যক্রম এবং কৃষি পণ্যের বিপণনের বিষয়েও আলোচনা করবে।
আপনার মূল্যবান মতামত দিন: