ছবি : সংগৃহীত
                                    তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা IDEF 2025। মঙ্গলবার (২২ জুলাই) শুরু হওয়া ৬ দিনব্যাপী এ মেলায় অংশ নিচ্ছে চীন, দক্ষিণ আফ্রিকা, আজারবাইজান, কাতার, সৌদি আরব, যুক্তরাজ্যসহ ৪৪টি দেশের ৪০০-রও বেশি আন্তর্জাতিক প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান।
এরই মধ্যে সৌদি আরব, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, চীন, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব জাতীয় প্যাভিলিয়নে প্রতিরক্ষা, বিমান ও মহাকাশ প্রযুক্তি প্রদর্শন করছে।
BAE Systems, Rolls-Royce, Lockheed Martin এবং Airbus-এর মতো প্রতিরক্ষা ও বিমান শিল্পের শীর্ষ কোম্পানিগুলোও এ মেলায় অংশ নিচ্ছে। বিদেশি কোম্পানিগুলোর পাশাপাশি অংশ নিচ্ছে তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন: Baykar, Turkish Aerospace Industries (TAI), Aselsan, Havelsan, Roketsan, FNSS, Otokar, MKE এবং আরও অনেক তুর্কি প্রতিষ্ঠান।
প্রদর্শনীর স্থলভিত্তিক যানবাহন সেকশনে প্রধান যুদ্ধ ট্যাংক, সাঁজোয়া যান, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, রকেট ও নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং মানবহীন স্থলযান প্রদর্শিত হচ্ছে।
বিমানভিত্তিক অংশে রয়েছে- স্থির ডানার প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট, ড্রোন এবং বিমান ইঞ্জিন। বাহিনী-ভিত্তিক সেগমেন্টে রয়েছে- যুদ্ধ ও সহায়ক জাহাজ, স্থির ও ঘূর্ণন ডানার বিমান, মানবহীন জাহাজ এবং পানির নিচের যান, কমান্ড, কন্ট্রোল ও যোগাযোগ ব্যবস্থা।
এছাড়া দর্শনার্থীরা লজিস্টিকস এবং নিরাপত্তা প্রযুক্তি নিয়েও ধারণা নিতে পারবেন। মেলাটি একই সঙ্গে ইস্তানবুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, Wow হোটেল এবং আতাকয় মেরিনাতে অনুষ্ঠিত হচ্ছে।
KFA Fairs এ আয়োজনের মূল আয়োজক এবং তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয় (SSB) ও তুর্কি সশস্ত্র বাহিনী ফাউন্ডেশন এতে সহযোগিতা করছে। দেশটির অন্যতম বার্তা সংস্থা আনাদোলু এ ইভেন্টের বৈশ্বিক যোগাযোগ অংশীদার।
এদিকে এবারের আয়োজনে অংশ নিচ্ছেন ১০৩টি দেশের মন্ত্রী, চিফ অফ স্টাফ, সামরিক কমান্ডার এবং শীর্ষস্থানীয় প্রতিনিধিরা। ৪৪টি দেশের স্টল খোলা হয়েছে। মেলাটিতে অংশ নিয়েছে ৯০০-রও বেশি দেশীয় এবং ৪০০-র বেশি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: