যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন : সংগৃহীত ছবি
                                    
পুরোনো বিশ্বব্যবস্থা বাতিল হয়ে গেছে এবং নতুন বিশ্বব্যবস্থা আসন্ন। যুক্তরাষ্ট্রকে অবশ্যই মিত্রদের সঙ্গে নিয়ে নতুন বিশ্বব্যবস্থা গঠনে নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি রাশিয়া ও চীনের মতো যেসব দেশের কারণে এই ব্যবস্থা বাতিল হয়ে গেছে, তাদের হুমকি মোকাবিলায় বিশ্বের জাতিসমূহের মধ্যে আস্থা গড়ে তুলতে হবে। ১৩ সেপ্টেম্বর, বুধবার ওয়াশিংটনের জন হপকিন্স ইউনিভার্সিটিতে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা বলেন। 
ব্লিঙ্কেন আরো বলেন, ‘একটি যুগের শেষ হয়েছে, এখন আরেকটি যুগের শুরু হচ্ছে। এখন আমাদের আসন্ন দশকগুলোতে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করব।’
তিনি আরও বলেন, ‘কর্তৃত্ববাদী ক্ষমতার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ের তুলনামূলক ভূরাজনৈতিকভাবে স্থিতিশীল বিশ্বব্যবস্থা শেষ হয়েছে।’
ব্লিঙ্কেন দাবি করেন, এসব কর্তৃত্ববাদী দেশ রাশিয়া ও চীনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ব্যবস্থার জন্য সবচেয়ে তীব্র হুমকি হিসেবে যেসব ঘটনা ঘটেছে, তার মধ্যে সর্বশেষ উদাহরণটি হলো ইউক্রেন যুদ্ধ।’
এ সময় তিনি দাবি করেন, চীন বিশ্বব্যবস্থার জন্য সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ দেশটি আন্তর্জাতিক ব্যবস্থা পুনর্নির্মাণ করতে চায় এবং তা করার জন্য দেশটি অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত শক্তির বিকাশ ঘটাচ্ছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী পরামর্শ দেন, যুক্তরাষ্ট্রের তার স্বাভাবিক ‘নম্র’ অবস্থানের কারণেই এর বিরুদ্ধে নতুন বিশ্বব্যবস্থা গড়তে নিজের শক্তির জায়গা থেকে নেতৃত্ব দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা জানি আমাদের অনেক দেশের বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জন করতে হবে। কারণ এসব মানুষকে দেওয়া অনেক প্রতিশ্রুতিই পুরোনো বিশ্বব্যবস্থা পূরণে ব্যর্থ হয়েছে।’ 
মিত্ররাই ওয়াশিংটনের সাফল্যের মূল চাবিকাঠি হবে উল্লেখ করে ব্লিঙ্কেন বলেন, ‘ন্যাটোর সক্ষমতা ও প্রাসঙ্গিকতা প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই পশ্চিমা এই সামরিক জোট আগের চেয়ে আরও বড়, শক্তিশালী এবং আরও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে।’
ব্লিঙ্কেন বলেন, ‘রাশিয়া-ইউক্রেন সংকট প্রমাণ করেছে, যেকোনো জায়গায় আন্তর্জাতিক ব্যবস্থার ওপর আক্রমণ হলে তা বিশ্বের সর্বত্র মানুষের ক্ষতি করে। তাই যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হলো ইউক্রেন যেন রাশিয়াকে পরাজিত করে একটি স্বতঃস্ফূর্ত ও সমৃদ্ধ গণতান্ত্রিক দেশে বেরিয়ে আসে তা নিশ্চিত করা।’
সূত্র : আরটি
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: