ফাইল ছবি
                                    জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত ১৮০টি মুদ্রার মধ্যে যুক্তরাষ্ট্রের ডলার বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী মুদ্রা নয়। যুক্তরাষ্ট্রের ডলার বিশ্বে সবচেয়ে বেশি লেনদেন হওয়া মুদ্রা হলেও বিশ্বের সেরা মুদ্রা হিসেবে জায়গা করে নিতে পারেনি।
চলতি বছর যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের করা তালিকায় এমন তথ্যই উঠে এসেছে।
ফোর্বসের তালিকা অনুযায়ী, বিশ্বের সেরা ১০টি মুদ্রার তলানিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ডলার। অন্যদিকে তালিকার শীর্ষে রয়েছে কুয়েতি দিনার। এটিই এখন বিশ্বের সেরা মুদ্রা। এরপর যথাক্রমে রয়েছে- বাহরাইনি দিনার, ওমানি রিয়াল, জর্দানিয়ান দিনার, জিব্রাল্টার পাউন্ড, ব্রিটিশ পাউন্ড, ক্যামেন আইল্যান্ড ডলার, সুইস ফ্রাঁ, ইউরো ও যুক্তরাষ্ট্রের ডলার।
কুয়েতি দিনার : গত কয়েক বছরের মতো এবারও কুয়েতি দিনারই হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। বর্তমান বাজারে ১ কুয়েতি দিনারের বিপরীতে ৩ দশমিক ২৫ যুক্তরাষ্ট্রের ডলার পাওয়া যায়। অন্যদিকে ৩৫৭ টাকায় পাওয়া যায় এক কুয়েতি দিনার।
বাহরাইনি দিনার : এ বছরও বাহরাইনি দিনার বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করেছে ফোর্বস। ২ দশমিক ৬৫ ডলার খরচ করতে হবে এক বাহরাইনি দিনার কিনতে। সেই হিসাবে বাংলাদেশি ২৯২ টাকায় কেনা যাবে এক বাহরাইনি দিনার।
ওমানি রিয়াল : তৃতীয় শক্তিশালী মুদ্রা হলো ওমানি রিয়াল। এক ওমানি রিয়াল কিনতে খরচ হবে ২ দশমিক ৬০ ডলার। বাংলাদেশি ২৮৬ টাকায় পাওয়া যায় এক ওমানি রিয়াল।
জর্দানিয়ান দিনার : জর্ডানিয়ান দিনারের প্রচলন শুরু হয় ১৯৫০ সালে। ১ দশমিক ৪১ ডলার খরচ করতে হবে এক জর্দানিয়ান দিনার কিনতে । আর বাংলাদেশের ১৫৫ টাকায় মেলে এক দিনার।
জিব্রাল্টার পাউন্ড : গত বছরের তুলনায় ২ ধাপ এগিয়েছে জিব্রাল্টার পাউন্ড। শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে ব্রিটিশ পাউন্ডের সমান মান নিয়ে জিব্রাল্টার পাউন্ড তালিকার পাঁচ নম্বরে রয়েছে। এক জিব্রাল্টার পাউন্ড দিয়ে কেনা যাবে ১ দশমিক ২৭ ডলার।
ব্রিটিশ পাউন্ড : শক্তিশালী মুদ্রার তালিকায় এবার ৬ নম্বরে রয়েছে ব্রিটিশ পাউন্ড। এক ব্রিটিশ পাউন্ড দিয়ে কেনা যাবে ১ দশমিক ২৭ ডলার। অপরদিকে এক ব্রিটিশ পাউন্ড মিলবে ১৪০ টাকায়।
ক্যামেন আইল্যান্ড ডলার (কেওয়াইডি) : এক ধাপ পিছিয়ে এবার সপ্তম স্থানে রয়েছে কেম্যান দ্বীপপুঞ্জের ডলার। বর্তমান বাজারে প্রতিটি কেম্যান ডলারের বিপরীতে ১ দশমিক ২০ ডলার পাওয়া যাবে। অপরদিকে এক ক্যামেন আইল্যান্ড ডলারে মিলবে ১৩২ টাকা।
সুইস ফ্রাঁ : সুইস ফ্রাংক হলো সুইজারল্যান্ড ও তার ক্ষুদ্র প্রতিবেশী লিচেনস্টাইনের সরকারি আইনি দরপত্র। এক সুইস ফ্রাঁ কিনতে খরচ হবে ১ দশমিক ১৬ ডলার। আর এক সুইস ফ্রাঁর সমান ১২৭ টাকা।
ইউরো : ইউরোপীয় ইউনিয়ন গঠনকারী ২৭টি দেশের মধ্যে ২০টি দেশের সরকারি মুদ্রা ইউরো। ইউরোর কয়েন ও ব্যাংক নোট চালু হয় ২০০২ সালে। এক ইউরো দিয়ে কেনা যায় ১ দশমিক ০৯ ডলার। অপরদিকে ১২০ টাকা খরচ করতে হবে এক ইউরো কিনতে।
যুক্তরাষ্ট্রের ডলার : বিশ্বের বৃহত্তম রিজার্ভ কারেন্সি যুক্তরাষ্ট্রের ডলার। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে সবচেয়ে বেশি মজুত করা মুদ্রা হলো ইউএস ডলার। তেল, স্বর্ণ, রুপা ও তামাসহ অনেক পণ্যের মূল্য নির্ধারণের জন্য এই মুদ্রা ব্যবহৃত হয়।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: