
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে ‘স্বেচ্ছা প্রস্থান’ বা সেল্ফ-ডিপোর্টেশন প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির আওতায় যারা স্বেচ্ছায় এবং স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে চান, তাদের জন্য সরকার ফেডারেল অর্থায়নে বিমান ভাড়া এবং ‘এক্সিট বোনাস’ (বিদায় বোনাস) দেবে।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে “সম্পূর্ণ মাত্রার একটি আগ্রাসন” চালাচ্ছে, যার ফলে অপরাধ এবং সহিংসতা বেড়েছে।
তিনি ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে বলেন, “যেসব অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছে, তারা কঠিন শাস্তির মুখে পড়বে—যার মধ্যে রয়েছে হঠাৎ করে আমাদের ইচ্ছামাফিক জায়গা ও পদ্ধতিতে বহিষ্কার।
সব অবৈধ অভিবাসীদের উদ্দেশ্যে বলছি: এখনই তোমার ফ্রি ফ্লাইট বুক করো!”
ট্রাম্পের এই ঘোষণাকে তার অভিবাসনবিরোধী অবস্থানের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে তার প্রচারণায় অভিবাসন একটি মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: