
নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি দীর্ঘ প্রশিক্ষণ জাহাজ ধাক্কা মারার পর দুইজন নিহত এবং কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। শহরের মেয়র এরিক অ্যাডামস এখবর জানিয়েছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় সংঘর্ষের আগে কুয়াউহতেমোক নামের জাহাজটি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিতে তখন ২৭৭ জন আরোহী ছিলেন। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে দুর্ঘটনার। ফুটেজে দেখা গেছে কীভাবে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ছে। ১৪৭ ফুট দৈর্ঘ্যের দু’টি মাস্তুল ব্রিজের সঙ্গে ধাক্কায় চূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু কী করে জাহাজের মাস্তুলের সঙ্গে সেতুর নিচের অংশের ধাক্কা লাগলো তা এখনও জানা যায়নি।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জাহাজটিকে পাড়ের দিকে বেঁকে যেতে দেখা গেছে। জাহাজে যারা ছিলেন তাদের অনেককেই দেখা যায় ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে। কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের সময় ক্রু সদস্যরা মাস্তুলের উপর দাঁড়িয়ে ছিলেন, যা ভেঙে ডেকের উপর পড়ে যায়।
মেয়র এর আগে বলেছিলেন যে, ব্রুকলিন ব্রিজের কোনও বড় ক্ষতি হয়নি এবং কর্মকর্তারা জানিয়েছেন যে, কেউ পানিতে পড়ে যাননি। মেক্সিকোর নৌবাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে। মেক্সিকোর প্রশিক্ষণরত নৌসেনা কর্মীদের প্রশিক্ষণ দিতেই এই জাহাজটি ব্যবহৃত হত।
১৫টি দেশের ২২টি বন্দরে যাওয়ার পরিকল্পনা ছিল কুয়াউহতেমোক নামের জাহাজটির। কিন্তু ব্রুকলিন সেতুর সঙ্গে ধাক্কায় ঘটে গেল বিশ্রী দুর্ঘটনা। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের অপারেশনস প্রধান বলেছেন যে, ‘যান্ত্রিক সমস্যা’ এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাহাজটি ব্রিজে ধাক্কা মেরেছে।
নিউ ইয়র্ক পুলিশ বাসিন্দাদের ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিপোর্ট এবং ব্রুকলিনের ডাম্বো এলাকা এড়িয়ে যাবার পরামর্শ দিয়েছে। মেক্সিকান নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ২৯৭ ফুট লম্বা (৯১ মিটার) এবং ৪০ ফুট (১২ মিটার) প্রস্থের এই জাহাজটি ১৯৮২ সালে প্রথমবারের মতো যাত্রা শুরু করে।
প্রতি বছর এটি নৌ সামরিক স্কুলের প্রশিক্ষণ শেষে ক্যাডেটদের নিয়ে যাত্রা করে। নৌবাহিনী জানিয়েছে, চলতি বছর ৬ এপ্রিল জাহাজটি মেক্সিকান বন্দর আকাপুলকো ছেড়ে যায়। এর চূড়ান্ত গন্তব্য ছিল আইসল্যান্ড।
আপনার মূল্যবান মতামত দিন: