যুক্তরাষ্ট্রে ফেডারেল শাটডাউনে অনিশ্চয়তা বাড়ছে

মুনা নিউজ ডেস্ক | ৩ অক্টোবর ২০২৫ ২২:১৩

ক্যাপিটল ভবন | ছবি: সংগৃহীত ক্যাপিটল ভবন | ছবি: সংগৃহীত

কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বন্ধ হয়ে যেতে পারে সরকারি নানা প্রকল্প। এ পরিস্থিতি মোকাবিলায় বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট প্রধান। শাটডাউনের দায় ডেমোক্র্যাটদের ওপর চাপিয়েছেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাট নেতারা জানিয়েছেন, অচলাবস্থা দূর করতে আলোচনায় বসতে তারা প্রস্তুত।

ফেডারেল শাটডাউন তৃতীয় দিনে গড়িয়েছে। সঙ্গে বেড়েছে সরকারি প্রতিষ্ঠান বন্ধ ও কর্মী ছাঁটাইয়ের শঙ্কা। কোন কোন সংস্থা আংশিক বা পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে সে বিষয়ে‌ কংগ্রেস সদস্যদের সঙ্গে কথা বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই।

শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন ট্রাম্প। জানান, অচলাবস্থা চলতে থাকলে চাকরি হারাবে বহু মানুষ। বন্ধ হয়ে যাবে বেশকিছু প্রকল্প।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কিছু লোককে ছাঁটাই করা হতে পারে, আর সেটার জন্য ডেমোক্র্যাটই দায়ী। এছাড়াও আমরা এমন কিছু প্রকল্প বন্ধ করে দিতে পারি যেগুলো ডেমোক্র্যাটরা চায়, যেগুলো তাদের পছন্দের প্রকল্প সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। কারণ আমার অধিকার আছে এমন কিছু জিনিস বন্ধ করে দেয়ার, যা কখনোই অনুমোদিত হওয়া উচিত ছিলো না।’

এরই মধ্যে সাড়ে ৭ লাখ ফেডারেল কর্মীর একাংশকে ছুটিতে পাঠানো হয়েছে। আর সেনা সদস্য ও সীমান্তে টহল দেয়া এজেন্টদের বিনা বেতনে কাজ করা নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। শাটডাউন দীর্ঘস্থায়ী হলে খাদ্য সহায়তা হুমকির মুখে পড়তে পারে ৭০ লাখ মার্কিন নাগরিকের। তবে চালু রাখা হবে সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো।

শাটডাউনের কারণে বেতন বন্ধ ও চাকরিচ্যুতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কর্মীরা। বর্তমান অচলাবস্থাকে মানসিক যুদ্ধাবস্থা হিসবে অ্যাখ্যা দিয়েছেন কেউ কেউ।

কর্মীদের একজন বলেন, ‘আমরা কার্যত পঙ্গু হয়ে গেছি, এবং বাস্তব সময়ের সঙ্গে লড়াই করার কোনো উপায় নেই। আইনপ্রণেতারাও জানেন, এটি একপ্রকার মানসিক যুদ্ধ। তারা জানে কর্মীরা কাজে ফিরতে চায়, তাদেরকে পরিবারের জন্য খাবার যোগাড় করতে হবে।’

সরকারি অচলাবস্থা কাটিয়ে উঠতে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে ডেমোক্র্যাট নেতারা। তবে বৈঠকে বসার জন্য একজন বিশ্বস্ত অংশীদার প্রয়োজন বলেও মনে করছেন তারা।

কংগ্রেস ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেন, ‘আমরা যেকোনো সময়, যেকোনো স্থানে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ আলোচনায় বসতে প্রস্তুত। যাতে সরকারের কার্যক্রম পুনরায় চালু করার একটি পথ খুঁজে পাওয়া যায়। এমন একটি ব্যয় চুক্তি তৈরি করা যায় প্রকৃতপক্ষে আমেরিকান জনগণের প্রয়োজন পূরণ করে, এবং একই সঙ্গে রিপাবলিকানদের স্বাস্থ্যসেবা সংকটও মোকাবিলা করতে পারে। কিন্তু দুঃখজনকভাবে, হোয়াইট হাউসের বৈঠকের পর থেকে রিপাবলিকানরা আলোচনায় বসার প্রতি কোনো আগ্রহই দেখায়নি।’

চলমান সংকটের জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়পক্ষকেই দায়ী করেছে সাধারণ বাসিন্দা ও বাইরে থেকে আসা পর্যটকরা। তবে শাটডাউনের প্রভাব খুব একটা বুঝতে পারছেন না বলেও জানিয়েছনে তারা।



আপনার মূল্যবান মতামত দিন: