পাকিস্তানে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ : সংগৃহীত ছবি
                                    
পাকিস্তানে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছেন। আজ রবিবার দেশটির পাঞ্জাবের শেখপুরা জেলায় এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মিয়ানয়ালি থেকে একটি ট্রেন যাচ্ছিল লাহোরের দিকে। একই রেললাইনে একটি মালবাহী ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে ছিল। দূর থেকে দেখে ট্রেনচালক থামানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি।
উদ্ধারকর্মীরা জানায়, এখন পর্যন্ত তারা ৩১ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা বলেন, এখনো উদ্ধারকাজ চলছে। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
রেলওয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার পরও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে সাতটার মধ্যে রেলপথ পরিষ্কার করা হয়েছে। মিনওয়ালি এক্সপ্রেসের সব যাত্রীরা এখন নিরাপদ আছে। ট্রেনচালক ইমরান সারওয়ারসহ চারজন রেল কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান মুখপাত্র। তদন্তকারী দলের নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি প্রিন্সিপাল অফিসার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলটির তদন্ত প্রতিবেদন জমা দওয়ার কথা রয়েছে।
রেলওয়ে চেয়ারম্যান জানিয়েছেন, যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ আজিজ বলেন, যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
সূত্র : জিও নিউজ
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: