ব্রিটেনে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি

মুনা নিউজ ডেস্ক | ২ মার্চ ২০২৫ ১৬:২১

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ইউরোজোনের দেশগুলোর নেতাদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য যাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কর্তৃক জেলেনস্কিকে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে অভিবাদন জানানো হলো। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিপর্যয়কর বৈঠকের পর শনিবার ব্রিটেনে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার হোয়াইট হাউজের ওভাল দপ্তরে বৈঠক উত্তপ্ত তর্কবিতর্কের মধ্য দিয়ে শেষ হওয়ার পর ট্রাম্প ইউক্রেনকে সমর্থন দেওয়া বন্ধের হুমকি দিয়েছেন। ওই বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ট্রাম্প ও জেলেনস্কিকে ফোন করে তাদের সঙ্গে কথা বলেছেন। এরপর এক সাক্ষাৎকারে মাক্রোঁ তাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স জানায়, শনিবার ইউরোপী নেতাদের সম্মেলনের আগে জেলেনস্কি স্টারমারের সঙ্গে কথা বলতে তার ডাউনিং স্ট্রিটের দপ্তরের সামনে হাজির হলে সেখানে থাকা জনতা উল্লাসের সঙ্গে তাকে স্বাগত জানায়।

সাক্ষাৎকারে স্টারমার বলেন, “আমি আশা করছি রাস্তায় যে উল্লাস হয়েছে তার কিছুটা আপনি শুনেছেন। যুক্তরাজ্যের জনগণ আপনাদের কতোটা সমর্থন করে আর আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দৃঢ় সংকল্প দেখাতেই তারা এখানে এসেছেন।”

স্টারমার জেলেনস্কিকে জানান, তার প্রতি পুরো যুক্তরাজ্যের সমর্থন আছে। “যত দীর্ঘ সময়ই লাগুক আমরা আপনার ও ইউক্রেনের সঙ্গে আছি,” বলেন স্টারমার।

শনিবার জেলেনস্কি জানান, তিনি স্টারমারের সঙ্গে ‘উষ্ণ ও গুরুত্বপূর্ণ’ আলোচনা করেছেন। ইউক্রেনের অবস্থান শক্তিশালী করা ও নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া নিয়ে কথা বলেছেন তারা।

টেলিগ্রাম অ্যাপে জেলেনস্কি লিখেছেন, “আমাদের সাক্ষাৎকালে আমরা ইউক্রেন ও পুরো ইউরোপের সামনে যে চ্যালেঞ্জগুলো দাঁড়িয়ে আছে তা নিয়ে, আমাদের অংশীদারদের সঙ্গে সমন্বয়, ইউক্রেনের অবস্থান শক্তিশালী করতে যথাযথ পদক্ষেপ এবং ন্যায্যতার ভিত্তিতে নির্ভরযোগ নিরাপত্তা নিশ্চয়তাসহ যুদ্ধ শেষ করা নিয়ে কথা বলেছি।”

রোববার জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে ইউক্রেনের জন্য একটি শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিপর্যয়ের পর অন্য ইউরোপীয় নেতারাও জেলেনস্কি ও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: