ফিলিস্তিন রাষ্ট্রকে সেপ্টেম্বরেই স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

মুনা নিউজ ডেস্ক | ১১ আগস্ট ২০২৫ ১৩:৩৮

ফাইল ছবি ফাইল ছবি

অস্ট্রেলিয়া ঘোষণা করেছে সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তারা। বৃটেন, ফ্রান্স ও কানাডার মতো দেশগুলোর পদক্ষেপ অনুসরণ করে এই স্বীকৃতি দেয়া হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই সিদ্ধান্ত জাতিসংঘের সাধারণ পরিষদে ঘোষণা করা হবে। এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর কার্যকর হবে।

আলবানিজ সোমবার বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মানবজাতির জন্য মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় চলমান সংঘাত, দুর্ভোগ ও অনাহারের অবসান ঘটানোর সর্বোত্তম আশা। ওদিকে, গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে থাকা ইসরাইল বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা।নির্বাচিত কলাম

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার থেকে গাজায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে পাঁচজন মারা গেছে। এছাড়া ২০২৩ সাল থেকে ইসরাইলের সামরিক অভিযানে মোট ৬১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলেও তারা জানায়।

আলবানিজ জানান, তার সরকার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে যে, ভবিষ্যতের কোনো ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। তিনি আরও বলেন, গত দুই সপ্তাহে বৃটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের প্রধানমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন: