ফাইল ছবি 
                                    সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ ইসরায়েল কর্তৃক আটক ও বহিষ্কৃত হওয়ার পরও আবার গাজায় যাওয়ার নতুন অভিযানে অংশ নেবেন বলে জানিয়েছেন।
ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ৩১ আগস্ট আমরা স্পেন থেকে ডজন ডজন নৌযান নিয়ে গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙার সবচেয়ে বড় প্রচেষ্টা চালাব। ৪ সেপ্টেম্বর তিউনিসিয়া ও অন্যান্য বন্দর থেকে আরও নৌযান যুক্ত হবে। এ সময় আমরা ৪৪টিরও বেশি দেশে বিক্ষোভ ও কর্মসূচি আয়োজন করব।
এর আগে, গত ১ জুন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে ব্রিটিশ পতাকাবাহী জাহাজ ‘ম্যাডলিন’ গাজায় ত্রাণ পৌঁছানো ও মানবিক সংকট তুলে ধরতে ইতালির সিসিলি থেকে যাত্রা করে।
জাহাজটিতে গ্রেটা থুনবার্গ ও ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসানসহ ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন। তবে, গাজায় পৌঁছানোর আগেই ইসরায়েলি নৌবাহিনী জাহাজটি দখল করে নেয়।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: