গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘে আবারও আওয়াজ তুলবেন এরদোগান

মুনা নিউজ ডেস্ক | ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৪

ফাইল ছবি ফাইল ছবি

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আবারও জাতিসংঘের সাধারণ পরিষদে আওয়াজ তুলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি নারকীয়তা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানাবেন।

আজ রোববার সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা জানান।

এরদোয়ান বলেন, ভাষণে থাকবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক, গাজায় গণহত্যা ও সিরিয়ায় চলমান অস্থিরতা তুলে ধরবেন তিনি। সংবাদ সম্মেলনে পশ্চিমাদের ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়ার পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। একই সঙ্গে অন্যান্য দেশকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

গতবারও ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এরদোয়ান। এর আগেও বহুবার গাজায় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: