সংগৃহীত ছবি
                                    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানোর অপরাধে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস ওম্যান রাশিদা তালিব।
ইসরাইল যখন বিশ্ব সম্প্রদায়ের পরামর্শ উপেক্ষা করে গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফায় আগ্রাসন শুরু করেছে তখন রাশিদা তালিব এই আহ্বান জানান।
তিনি বলেন, গাজায় গণহত্যার জন্য চূড়ান্তভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্য সিনিয়র কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে তাদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক জেনোসাইড কনভেনশনের আওতায় ইসরাইল সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন করেছে যার প্রমাণাদি রয়েছে।
উল্লেখ্য, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রাশিদা তালিব হচ্ছেন একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত আইনপ্রণেতা যিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকা পালন করে আসছেন।
সূত্র : জেরুসালেম পোস্ট
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: