ইসরাইলি-ইহুদি ইতিহাসবিদ ইলান পাপ্পে : সংগৃহীত ছবি
                                    ফিলিস্তিনপন্থি অবস্থানের জন্য ইসরাইলি-ইহুদি ইতিহাসবিদ ইলান পাপ্পেকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ১৩ মে, সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত ডেট্রয়েট বিমানবন্দরে তাকে দুই ঘণ্টা আটক করে এ জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার ব্যবহৃত ফোনটি জব্দ করা হয়।
১৬ মে, বৃহস্পতিবার ইলান পাপ্পের ফেসবুকে দেওয়া এক বিবৃতির বরাতে মিডল ইস্ট আই এ খবর জানায়।
এফবিআই সদস্যরা ইলান পাপ্পেকে জিজ্ঞাসা করেছিল যে, তিনি হামাসের সমর্থক কিনা। তিনি যদি গাজায় ইসরাইলি কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বিবেচনা করেন, তাহলে এই সংঘাতের সমাধান কী? তারা তাকে যুক্তরাষ্ট্রে তার আরব এবং মুসলিম বন্ধুদের সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করে বলে বিবৃতিতে জানিয়েছেন পাপ্পে।
ইলান পাপ্পে জানান, জিজ্ঞাসাবাদের সময় তারা ইসরাইলি কারও সঙ্গে দীর্ঘ ফোনালাপ করে এবং তার ফোনের সব তথ্য তারা কপি করে নিয়ে তাকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেয়।
ইলান পাপ্পে একজন ইসরাইলি ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী এবং সাবেক রাজনীতিবিদ। তিনি মধ্যপ্রাচ্যের শান্তি নষ্টের জন্য ইসরাইলের অস্তিত্বকে দায়ী করেছেন। ইহুদিবাদকে ইসলামিক জঙ্গিবাদের চেয়ে বেশি বিপজ্জনক বলেও উল্লেখ করেছেন তিনি।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: