সংগৃহীত ছবি
                                    সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন টেলিফোনে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, ১ আগস্ট বৃহস্পতিবার উভয় পক্ষই গাজা উপত্যকায় উত্তেজনা হ্রাস এবং একটি টেকসই যুদ্ধবিরতিতে পৌঁছানোর তাৎপর্য তুলে ধরে।
গত দুই দিন ধরে ইসরায়েল সংক্রান্ত উত্তেজনা বৃদ্ধির পর তারা এই ফোনালাপ করলেন। মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিস্তৃত আঞ্চলিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ বুধবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত তার বাসভবনে হামলায় দেহরক্ষীসহ নিহত হন। তিনি মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এ ‘সন্ত্রাসী হামলা’ চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তারা হানিয়াহ’র হত্যাকা-ের জন্য ইসরাইলকে ‘কঠোর এবং বেদনাদায়ক জবাব’ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
এছাড়াও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিতে হিজবুল্লাহ’র শুরা কাউন্সিলের কাছে একটি অবস্থানে মঙ্গলবার ইসরায়েলি ড্রোন হামলায় সংগঠনটির শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শোকর এবং সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়।
হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহ যথাসময়ে ও যথাস্থানে ইসরায়েলি হামলার সুনির্দিষ্ট ও দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: