ছবি : সংগৃহীত
                                    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের মহাকাশপ্রযুক্তি কোম্পানি স্পেসএক্সের বিরুদ্ধে করা একটি মামলা প্রত্যাহার করবে বিচার বিভাগ। গতকাল বৃহস্পতিবার বিচার বিভাগ থেকে এ কথা জানানো হয়েছে। স্পেসএক্স নির্দিষ্ট কিছু অভিবাসীকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানিয়েছিল বলে ওই মামলায় অভিযোগ করা হয়। বিচার বিভাগ গত মাসে ইঙ্গিত দিয়েছিল যে তারা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে করা মামলাটি প্রত্যাহার করতে পারে।
রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষপর্যায়ের উপদেষ্টাদের একজন ইলন মাস্ক। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একটি কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। যে কমিশন সরকারের অপচয় চিহ্নিত করার কাজ করছে।
গতকাল টেক্সাসের ব্রাউনসভিলের আদালতে পেশ করা নথিতে সরকারি আইনজীবীরা একজন বিচারককে এই মামলার শুনানি বন্ধ করার আবেদন জানান। যাতে তাঁরা মামলাটি খারিজের নোটিশ দাখিল করতে পারেন। বিচার বিভাগ বলেছে, তারা পুরোপুরিভাবে মামলাটি খারিজ করবে, যাতে এটি আর আদালতে তোলা না যায়।
টেক্সাসভিত্তিক স্পেসএক্স এবং বিচার বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
২০২৩ সালের আগস্টে বিচার বিভাগ একটি প্রশাসনিক অভিযোগ দায়ের করে। এতে বলা হয়, স্পেসএক্স ২০১৮-২০২২ সাল পর্যন্ত নিয়মিতভাবে আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের তাদের কোম্পানিতে চাকরির আবেদন করতে নিরুৎসাহিত করেছিল। এমনকি তাঁদের বিষয়ে বিবেচনা করতেও অস্বীকৃতি জানিয়েছিল।
সে সময় বিচার বিভাগ বলেছিল, স্পেসএক্স তাদের চাকরির বিজ্ঞপ্তি এবং বিবৃতিতে লিখেছিল, আমেরিকার রপ্তানি নিয়ন্ত্রণ আইনের কারণে তারা কেবল্এখানকার নাগরিক এবং বৈধ স্থায়ী বাসিন্দাদের নিয়োগ দিতে পারবে। অথচ রপ্তানি নিয়ন্ত্রণ আইনে এ ধরনের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছিল বিচার বিভাগ।
স্পেসএক্স কোনো রকম অন্যায়ের কথা অস্বীকার করেছে। কোম্পানিটি ২০২৩ সালের ১৬ নভেম্বর আদালতে পেশ করা এক নথিতে বলেছে, তারা কাদের নিয়োগ দিতে পারবে, সে বিষয়ে রপ্তানি আইনে কঠোর বিধিনিষেধ রয়েছে। স্পেসএক্স আরও বলে, তারা কঠোর নীতিমালা এবং পদ্ধতি অনুসরণ করে, যাতে রপ্তানি নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা মেনে চলার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি যেকোনো বৈষম্য রোধ করা যায়।
বিচার বিভাগের প্রশাসনিক সেই অভিযোগ আটকে দেওয়ার জন্য স্পেসএক্স মামলা করেছে। একজন প্রশাসনিক বিচারক মামলাটির শুনানি গ্রহণ করবেন।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: