ভারতে তৈরি আইফোনে বসবে ২৫% শুল্ক: জানালেন ট্রাম্প

মুনা নিউজ ডেস্ক | ২৪ মে ২০২৫ ০৭:৩৩

ফাইল ছবি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি হওয়া আইফোনের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ইতিমধ্যেই অ্যাপলের নির্বাহী পরিচালক টিম কুককে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকাতে বিক্রির জন্য কোনো আইফোন যদি ভারত বা অন্যকোনো দেশে তৈরি হয় তাহলে তার জন্য অ্যাপলকে ২৫ শতাংশ শুল্ক গুনতে হবে। সুতরাং যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য তার দেশেই আইফোন তৈরি করতে হবে বলে জোর দিয়েছেন ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।

এতে বলা হয়, ট্রাম্প তার পোস্টে লিখেছেন, অনেক আগেই আমি টিম কুককে এ বিষয়টি অবহিত করেছি। যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোন যেন এখানেই উৎপাদন করা হয়। ভারত বা অন্য কোনো দেশে নয়। যদি অ্যাপল অন্য কোনো দেশে আইফোন উৎপাদন করে তাহলে মার্কিন বাজারে প্রবেশ করতে হলে কোম্পানিটিকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

ব্লুমবার্গ জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পর শেয়ার বাজারে বড় ধাক্কা খেয়েছে অ্যাপলসহ বেশ কয়েকটি কোম্পানি। এর মধ্যে নাসডাক ১০০ সূচকের অবস্থান সবচেয়ে বেশি খারাপ ছিল। আর শেয়ার বাজারে অ্যাপলের দর কমেছে ৪ শতাংশ।

উল্লেখ্য, আইফোন উৎপাদনে গত পাঁচ বছরে একচেটিয়া নেতৃত্ব দিয়েছে ভারত। গত অর্থবছরে প্রায় ২২ বিলিয়ন ডলার মূল্যের আইফোন তৈরি করেছে দেশটি। যা আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। এক্ষেত্রে ভারতকেই উৎপাদনের কেন্দ্র হিসেবে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ওই কোম্পানি।

গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সরবরাহ-চেইনে উদ্বেগ দেখা দেয়। এতে আইফোনের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ভারতকে নিজেদের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে অ্যাপল।



আপনার মূল্যবান মতামত দিন: