নোবেলজয়ী নারী একটিভিস্টকে প্রাণনাশের হুমকি

মুনা নিউজ ডেস্ক | ১২ জুলাই ২০২৫ ২৩:১৯

ফাইল ছবি ফাইল ছবি

নোবেল শান্তি পুরস্কারজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছে নরওয়ের নোবেল কমিটি। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, তেহরান থেকে সরাসরি এই হুমকি পেয়েছেন মোহাম্মদি। খবর বিবিসির।

নারী ও মানবাধিকারের জন্য নিরলস লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন ৫৩ বছর বয়সী এই কর্মী। তবে বহু বছর ধরে কারাবন্দি থাকার পাশাপাশি সম্প্রতি ইরানের কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বিরুদ্ধে নতুন করে হুমকি আসছে বলে অভিযোগ উঠেছে।

নরওয়ের নোবেল কমিটির সভাপতি ইয়র্গেন ওয়াটনে ফ্রাইদনেস জানান, তিনি নার্গিস মোহাম্মদির কাছ থেকে একটি ‘জরুরি ফোনকল’ পেয়েছেন। মোহাম্মদি তাকে জানান, শাসকগোষ্ঠীর এজেন্টদের কাছ থেকে তিনি “শারীরিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার” সরাসরি ও পরোক্ষ হুমকি পেয়েছেন।
বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, এই হুমকির ধরন ইঙ্গিত দেয় যে, যদি তিনি ইরানের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিসরে গণমাধ্যম, মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে প্রচার চালানো বন্ধ না করেন, তাহলে তার জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।

নোবেল কমিটি আরও জানায়, কেবল নার্গিস মোহাম্মদি নন, বরং ইরানি শাসকগোষ্ঠীর সমালোচক আরও অনেক নাগরিক এমন হুমকির মুখে রয়েছেন, যা তাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তারা ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, এসব মানবাধিকারকর্মীর কেবল প্রাণরক্ষা নয়, মতপ্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, নার্গিস মোহাম্মদি ইরানে নারীদের বাধ্যতামূলক হিজাব আইন এবং মৃত্যুদণ্ডের ব্যাপক ব্যবহারের বিরুদ্ধে বরাবরই সোচ্চার। এসব কার্যক্রমের কারণেই তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। ২০২৩ সালে নোবেল পুরস্কার জয়ের সময়ও তিনি কারাগারে ছিলেন। সেসময় তার সন্তানরাই তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: