
নতুন জাতীয় প্রতীক প্রদর্শন করেছে সিরিয়া। গত সপ্তাহে রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন জাতীয় প্রতীক উন্মোচন করেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা।
সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর শুরু হওয়া রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জাতীয় প্রতীকে পরিবর্তন আনা হলো। এতে ইসলামি ঐতিহ্য ও জাতির বীরত্বগাঁথার পাশাপাশি সিরীয় জনগণের মুক্তি ও স্বাধীনতার দিকটি তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানী দামেস্ক ও সিরিয়ার অন্যান্য প্রদেশে ড্রোন শোর আয়োজন করে আহমেদ আল শারা সরকার। এই ড্রোন শোতে সিরিয়া রাষ্ট্রের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধ তুলে ধরা হয়। এ সময় জাতীয় প্রতীক এবং সিরীয়দের আকাঙ্ক্ষা ও উচ্চ মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নানা অনুসঙ্গ উঠে আসে।
ড্রোন শোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এই ড্রোন শোকে ঘিরে পুরো দেশে একটা উৎসবের আমেজ তৈরি হয়। রাজধানী দামেস্কের আয়োজনে অংশ নেন হাজার হাজার মানুষ।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন মতে, সিরিয়ার নতুন জাতীয় প্রতীকে ইসলামের ঐতিহ্য ও বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে। আর তাই বেছে নেয়া হয়েছে সোনালি ঈগল। কারণ ইসলামের ইতিহাসে ঈগল হলো শক্তি ও বিজয়ের প্রতীক। দিগ্বিজয়ী মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ বিস্তীর্ণ ভূমধ্যসাগরীয় অঞ্চল জয়ের সময় ব্যবহার করেছিলেন এই প্রতীক।
নতুন প্রতীক নিয়ে প্রেসিডেন্ট আল শারা বলেন, ‘আমাদের নতুন এ পরিচয় বলে দেয় যে, সিরিয়া কোনো বিভাজন মানে না। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ- সবখানেই আমরা একতাবদ্ধ। সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্য আমাদের ভাঙনের নয়, বরং সমৃদ্ধির প্রতীক।’
দেশটির সাধারণ মানুষ নতুন জাতীয় প্রতীকের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করছেন। উৎসবে আসা একজন বলেন, আগের প্রতীকটি আসাদ ও তার পরিবারের শাসন আর অপরাধের প্রতীক ছিল। নতুন এই প্রতীকটি আমাদের জন্য শুধু গর্ব আর সম্মান নয়, বিজয়ের আনন্দও দেয়।
পুরনো প্রতীকে ঈগলের বুকে ঢালের ওপর ছিল তিনটি তারা। নতুন প্রতীকে এই তারাগুলো পাখিটির মাথার ওপর রাখা হয়েছে, যা সিরিয়ার জনগণের মুক্তি ও স্বাধীনতার প্রতীক। সোনালি ঈগলের দুই ডানায় আছে ১৪টি পালক, যা দেশের ১৪টি প্রদেশকে নির্দেশ করে।
লেজের পাঁচটি পালক সিরিয়ার প্রধান পাঁচটি অঞ্চল- উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও কেন্দ্র বোঝায়। সিরিয়া সরকার জানিয়েছে, প্রতীকের নতুন নকশার সাথে মিল রেখে পরিবর্তন আনা হবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টেও।
আপনার মূল্যবান মতামত দিন: