অবমাননাকর কন্টেন্টের কারণে তুরস্কে নিষিদ্ধ হলো ইলন মাস্কের চ্যাটবট

মুনা নিউজ ডেস্ক | ৯ জুলাই ২০২৫ ২২:৩৩

ফাইল ছবি ফাইল ছবি

তুরস্কের একটি আদালত ইলন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানি এক্সএআই এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রোকের’ কিছু কনটেন্টে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মাধ্যমে তুরস্কে প্রথমবারের মতো কোনো এআই কনটেন্টের বিরুদ্ধে আদালতের নির্দেশে আইনগত ব্যবস্থা নেওয়া হলো।

জানা গেছে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্ক ও ধর্মীয় মূল্যবোধকে অপমান করে মন্তব্য তৈরি করায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তুরস্কের প্রধান সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, তারা এই ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রোকের তৈরি কিছু জবাব দেশটির আইন অনুযায়ী চার বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অবমাননাকর অপরাধের আওতাভুক্ত।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রোক কিছু নির্দিষ্ট প্রশ্নের জবাবে তুর্কি ভাষায় এরদোয়ান ও আতাতুর্ককে নিয়ে আপত্তিকর মন্তব্য তৈরি করেছিল। একইসঙ্গে ধর্মীয় মূল্যবোধ নিয়েও অবমাননাকর কনটেন্ট তৈরি করা হয়।

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুলকাদির উরালোউগ্লু এনটিভিকে জানান, এখন পর্যন্ত গ্রোকের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে প্রয়োজন হলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, তুরস্কের কর্তৃপক্ষ এক্স প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনায় বসবে। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো এক্স বা এলন মাস্কের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্ল্যাটফর্মে বিষয়টি উল্লেখও করা হয়নি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত কয়েক বছরে তুরস্ক সরকার সোশ্যাল মিডিয়া ও অনলাইন কনটেন্টের ওপর নজরদারি অনেক গুণ বাড়িয়েছে। নতুন আইন পাস করে তারা এখন কনটেন্ট সরানো, ব্যবহারকারীদের বিরুদ্ধে তদন্ত চালানো ও ওয়েবসাইট ব্লক করার ক্ষমতা রাখে।

সমালোচকদের মতে, এসব আইন মূলত মতপ্রকাশের স্বাধীনতা দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে সরকার বলছে, এসব ব্যবস্থা রাষ্ট্রের মর্যাদা রক্ষার জন্য অপরিহার্য।



আপনার মূল্যবান মতামত দিন: